বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে সৃষ্ট বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়ে, শুক্রবার (৩০ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এরই ধারাবাহিকতায় কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে যাতায়াতের ওপর বিশেষ শর্ত আরোপ করে আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে।
যে ৩৮ দেশে পুনরায় ফ্লাইট চালু হলো সেগুলো হলো- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ইন্ডিয়া, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা, তিউনিশিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, ইরাক,…
…কুয়েত, ইতালি, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে।
প্রজ্ঞাপনে এয়ার বাবল ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপূর্ণ দেশসমূহের সাথে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশসমূহ থেকে আগত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।
You can follow @Mdhosan94253580.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: