আগামী কাল ২৫শে এপ্রিল থেকে লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে যোগ দেয়া নিশ্চিতে এবার বাহরাইন ও কুয়েতে বিশেষ ফ্লাইট চালু করা হচ্ছে। এ নিয়ে মোট ৮টি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেলে, নতুন করে দুই লাখের বেশি প্রবাসী কর্মী দেশে আটকা পড়েন। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের চার দেশ ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু করে সরকার। বাণিজ্যিক কারণে চীনেও ফ্লাইট চালু করা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদের জন্যই ফ্লাইট চালু করার একটা সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে সরকার আসন সংখ্যা সীমিত হওয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের মেয়াদ কমিয়েছে তিনদিন করেছে। সেই সঙ্গে দুই ডোজ টিকা ও কোভিড নেগেটিভ সনদ নিয়ে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বি শেষ ফ্লাইট চালুর পর এক সপ্তাহে ২৬ হাজার প্রবাসী বিদেশ গেছেন, আর দেশে ফিরেছেন চার হাজার। করোনার প্রকোপের কারণে ওমান ২৫ শে এপ্রিল থেকে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
You can follow @Mdhosan94253580.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: