1. #WestBengal CM ঘোষণা করেছেন 8000 পুরোহিতকে মাসে 1000 টাকা করে ভাতা দেবেন। অর্থাৎ 1 জন পুরোহিত বছরে পেতে পারবেন সর্বোচ্চ 12,000 টাকা। এইভাবে 8000 পুরোহিতকে ভাতা দিতে রাজ্যের মোট খরচ হবে 96,000,000 টাকা বা নয় কোটি ষাট লক্ষ টাকা।
2. দেখা যাক্, WB& #39;র কতজন ইমাম মাসে কতটাকা করে ভাতা পেয়ে থাকেন?
2013& #39;র তথ্য অনুযায়ী রাজ্যের 30,000 ইমাম মাসে 2500 টাকা করে, আর 15000 মোয়াজ্জেম মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে থাকেন।
অর্থাৎ ইমামভাতার পিছনে গত 2013 তেই রাজ্যের খরচ ছিল বছরে 90,0000,000 টাকা বা নব্বই কোটি টাকা। আর
2013& #39;র তথ্য অনুযায়ী রাজ্যের 30,000 ইমাম মাসে 2500 টাকা করে, আর 15000 মোয়াজ্জেম মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে থাকেন।
অর্থাৎ ইমামভাতার পিছনে গত 2013 তেই রাজ্যের খরচ ছিল বছরে 90,0000,000 টাকা বা নব্বই কোটি টাকা। আর
3. মোয়াজ্জেম ভাতার জন্য #WB& #39;র খরচ ছিল বছরে 1500 x 15,000 x 12 = 270,000,000 বা সাতাশ কোটি টাকা।
অর্থাৎ ইমাম ও মোয়াজ্জিনরা মিলে বছরে মোট ভাতা পেয়েছেন নব্বই + সাতাশ = এক& #39;শ সতেরো কোটি টাকা।
এই ভাতার পরিমাণ বছরে বছরে বেড়েছে। 2013& #39;র ভাতা আর 2020& #39;র ভাতার পরিমাণ এক নয়।
অর্থাৎ ইমাম ও মোয়াজ্জিনরা মিলে বছরে মোট ভাতা পেয়েছেন নব্বই + সাতাশ = এক& #39;শ সতেরো কোটি টাকা।
এই ভাতার পরিমাণ বছরে বছরে বেড়েছে। 2013& #39;র ভাতা আর 2020& #39;র ভাতার পরিমাণ এক নয়।
4. গত 2018 সালে পশ্চিমবঙ্গের ইমামরা কলকাতার ধর্মতলায় মিটিং করে তাঁদের ভাতা 2500 থেকে বাড়িয়ে মাসে 10,000 করার দাবী তোলেন। কেন? কারণ ঐ বছর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুর্গাপুজোগুলিকে 10,000 টাকা করে সরকারি চাঁদা দেবেন ঘোষণা করেছিলেন। সে যাক্।
5. অর্থাৎ গত 9 বছরে #WestBengal এর ইমাম ও মোয়াজ্জেন ভাতার খাতে ওয়াকফ বোর্ডের মাধ্যমে সরকার ঢেলেছে #প্রায় 1100,000,0000 বা এগারো& #39;শ কোটি টাকা।
সেই তুলনায় 8000 পুরোহিতের ভাতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করলেন মাসে 1000 টাকা।
এটি সেপ্টেম্বর। 2021 এর নির্বাচনের আগে বাকি আর
সেই তুলনায় 8000 পুরোহিতের ভাতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করলেন মাসে 1000 টাকা।
এটি সেপ্টেম্বর। 2021 এর নির্বাচনের আগে বাকি আর
6. মাত্র 8 মাস। যদি ধরে নিই যে 8000 পুরোহিতকে নিয়মিত সত্যি সত্যিই মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে, তাহলে পশ্চিমবঙ্গের পুরোহিতদের প্রাপ্তি হবে 8000 x 1000 x 8 = 64,000,000 বা ছ& #39;কোটি চল্লিশ লক্ষ টাকা মাত্র।
ইমাম মোয়াজ্জেমদের এগারো& #39;শ কোটি টাকা আর পুরোহিতদের ছ& #39;কোটি চল্লিশ লক্ষ
ইমাম মোয়াজ্জেমদের এগারো& #39;শ কোটি টাকা আর পুরোহিতদের ছ& #39;কোটি চল্লিশ লক্ষ
7. অর্থাৎ পুরোহিতরা পেতে চলেছেন ইমামরা যা পেয়েছেন তার 0.0058 ভগ্নাংশ মাত্র। উল্টোদিক থেকে বললে, ইমাম মোয়াজ্জেমরা পেলেন পুরোহিতরা যা পাচ্ছেন, তার 171.88 গুণ বা #প্রায় দু& #39;শ গুণ।
এর অর্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একজন Muzlim cleric এর দাম যদি দু& #39;শ টাকা হয়,
এর অর্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একজন Muzlim cleric এর দাম যদি দু& #39;শ টাকা হয়,
8. তবে একজন পুরোহিতের দাম মাত্র ১ টাকা।
আরও আছে।
দুঃস্থ পুরোহিতরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন বলে ঘোষণা করেছেন WB CM. উনি এটিকে "বাংলা আবাস যোজনা নামে ডাকেন"। এই আবাস যোজনার বাড়ির যে অর্থমূল্য কেন্দ্রীয় সরকার পাঠাবে, তা থেকে কাটমানি নিয়ে থাকে WB CM এর পার্টি।
আরও আছে।
দুঃস্থ পুরোহিতরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন বলে ঘোষণা করেছেন WB CM. উনি এটিকে "বাংলা আবাস যোজনা নামে ডাকেন"। এই আবাস যোজনার বাড়ির যে অর্থমূল্য কেন্দ্রীয় সরকার পাঠাবে, তা থেকে কাটমানি নিয়ে থাকে WB CM এর পার্টি।
9. অর্থাৎ আগামী 8 মাসে একজন দুঃস্থ পুরোহিত যদি নিয়মিত ভাতা পান, তবে ম্যাক্সিমাম পাবেন 8000 টাকা। কিন্তু আবাস যোজনার বাড়ির কেন্দ্রীয় অর্থমূল্য পাওয়ার জন্য তার চেয়ে বেশি টাকা সেই দুঃস্থ পুরোহিতকে কাটমানি দিতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দলকে।
10. অর্থাৎ আদতে দুঃস্থ পুরোহিতরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কিছুই পাবেন না। বড়জোর পেতে পারবেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির অর্থমূল্য যার একটি ভালো অংশ আবার ঢুকবে #TMC পার্টির ঘরে।
11. অর্থাৎ গঙ্গাজলে গঙ্গাপুজো করার পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন হল, তবে কি আরও কিছু কাটমানি রোজগারের জন্যই 8000 পুরোহিতকে ভাতা দেওয়ার পরিকল্পনাটি করা হয়েছে?
এই প্রশ্ন। মন্দ লাগতে পারে, কিন্তু প্রশ্নটি সত্যই মনের মধ্যে ঘা দিয়েছে।
প্রশ্ন হল, তবে কি আরও কিছু কাটমানি রোজগারের জন্যই 8000 পুরোহিতকে ভাতা দেওয়ার পরিকল্পনাটি করা হয়েছে?
এই প্রশ্ন। মন্দ লাগতে পারে, কিন্তু প্রশ্নটি সত্যই মনের মধ্যে ঘা দিয়েছে।