স্তালিন আর পার্টি ক্লাস।
বামপন্থীরা একটা অনুযোগ প্রায়ই করেন যে পার্টি ক্লাসে আর স্তালিনের চিন্তাধারা ঠিকমতো পড়ান হয়নি বলেই অনেক পার্টি সমর্থক স্তালিনবাদী পার্টির নিয়মনীতি ঠিকমতো বুঝতে পারেনি আর তাই চাড্ডীদের সর্বত্র এতো রমরমা ।(1/n)
আমি বলি,ভাগ্যিস!পার্টির নিচুতলার কর্মীরা পার্টি ক্লাস করেনি আর স্তালিনকে ঠিক মতো আপনারা জানাতে পারেন নি,অবশ্য নিজেরাও জানেন না,নাহলে এই যে বৃদ্ধ হোয়াইট কলার নেতারা অরন্যদেবের মতো ঘুরে বেড়ান একটাকেও খুঁজে পেতেন কিনা সন্দেহ !
১২০ বছর আগের ঘটনা।(2/n)
১৮৯৯ সালে ডিসেম্বর মাসে স্তালিন টিবলিসিতে শহরে মানমন্দিরে কাজ করতেন।মার্ক্সবাদী বামপন্থীরা সুপারিশে চিরকাল দারুন পটু ,তাই এই চাকরিটি স্তালিন তাঁর এক বন্ধুর সুপারিশে পান।কাজ বলতে তাপমাত্রার রিডিং নেওয়া চারবার করে আর অন্য আবহাওয়া সংক্রান্ত রিডিং(3/n)
আর সেগুলকে সাইন করে ফাইলে রেখে দেওয়া । কাজেই বিপ্লবী কাজ-কম্ম আলোচনা করবার প্রচুর সময় ছিল । কিন্তু স্তালিনের পড়াশোনা এই ব্যাপারে কম ছিল কারন তার সঙ্গী বলতে ছিল নরম্যান লকীয়ার এর একটা জ্যোতিবিদ্যা সংক্রান্ত বই, কাজ করবার রেফারেন্স হিসাবে।(4/n)
বিপ্লবী কাজ-কম্ম যখন নিজেদের সেমিনারিতে আলোচনা হত ,তখন স্তালিন নিজেকে মনে করতেন তিনিই প্রকৃত পক্ষে শ্রমিক শ্রেণির প্রতিনিধি ।কারন তার বাবা কারখানাতে কাজ করতেন । আর তাই তিনি সবসময় কুঁচকানো শার্ট আর পালিশ না করা জুতো পরে সেমিনারিতে আসতেন(5/n)
সেমিনারিতে স্তালিনের সর্বদা একটাই চেষ্টা থাকত সেটা হল সবাই কে দুটো জিনিস বুঝিয়ে দেওয়া এক,তিনি ‘জর্জিয়ান’নন 'রুশ’। তাই রুশ টুপি-শার্ট পরতেন।আর দুই ,তিনি বুর্জোয়া নন,তাই থ্রি-পিস স্যুট অবধি পড়তেন না,অন্য মার্ক্সবাদী তাত্ত্বিক নেতারা সাধারণত যা পরতেন।(6/n)
আচ্ছা তার আগে আমি এখানে একটা কথা বলে রাখি যে স্তালিন তখনো নিজের নাম পাল্টে "স্তালিন" হননি, তখনো তিনি ছিলেন "জোসেফ" কিন্তু লেখার সুবিধার্থে আমি এখানে স্তালিন বলে লিখছি(7/n)
তো হ্যাঁ যেখানে ছিলাম,স্তালিনের তাত্বিক সাজার চেষ্টা,.....তো সবই ঠিক পথে এগোচ্ছিল কিন্তু মুখ খুললে বিপদ হতো কারন স্তালিনের তাত্ত্বিক জ্ঞান কম আর উচ্চারনে জর্জিয়ান টান ।দ্বিতীয়টি ম্যানেজ করা যদিও বা যায় তাত্ত্বিক জ্ঞানের অভাবে ঠিকমতো জাতে ওঠা গেল।
(8/n)
ছেলেবেলার বন্ধু কাম রুম-মেট স্তালিনকে পরামর্শ দিল,কিছু মার্ক্সবাদী পাঠচক্রে যাতায়াত শুরু করতে।যাতে স্তালিন অন্তত নিজের মার্ক্সবাদ সম্পর্কে জ্ঞান কিছুটা বাড়াতে পারেন।একটি এইরকম ভালো মার্ক্সবাদী পাঠচক্রের হদিশও বন্ধু দিল ও বলল সেখানে একটি দারুন ছেলে আছে (9/n)
তাঁর নাম ‘রোজনফেল্ড’। যে বড় পরিবারের সন্তান এবং একজন খুব বড় স্থপতি-উদ্যোগপতির ছেলে । কিন্তু মার্ক্সবাদে দারুন দখল । উপস্থিত বক্তা । প্যারি কমিউন (১৮৭১) আর ফরাসী বিপ্লবের সবকিছু তার নখদর্পণে । স্তালিন সেখানে গেলে স্তালিনের লাভ হবে বলেই বন্ধুর বিশ্বাস।(10/n)
স্তালিন কিছুটা বন্ধুর কথা রাখতে গেলেন আর কিছুটা নিজের গরজে । আর দেখলেন বন্ধু একবর্ণও বাড়িয়ে বলেননি । এক কথায় দারুন ‘ইম্প্রেসড’ হলেন। শিখলেনও । পরের দিকে যে কাজ চালানো গোছের মার্ক্সবাদী বুলি ঝাড়তেন তার মুলে ছিল এই রোজনফেল্ডের কাছে করা ক্লাস ।(11/n)
পরবর্তী সময়ে এই রোজনফেল্ড নাম নিলেন লেভ কামনেভ । একজন বড় তাত্ত্বিক নেতা হিসাবে তাঁকে রুশ সমাজ জানল । সোভিয়েত পলিটব্যুরোর প্রথম সাত সদস্যর মধ্যে একজন হিসাবে স্বীকৃত হলেন । লেনিন ইন্সটীউট এর ডিরেক্টর অবধি হলেন । (12/n)
১৯৩৬ সাল ২৫ আগস্ট।স্তলিনের সিক্রেট পুলিশ(NKVD)লেভ কামনেভকে হত্যা করল‌ ও ছোটছেলেকে বাদ দিয়ে গোটা পরিবারকে ১৯৪১ সালের মধ্যে ভ্যানিশ করে দেওয়া হল,কেন?(13/n)
আরে মশাই আপনারা ঠিক করে পারেননি তার মানে। লেভ কামনেড বা রোজনফেল্ড রে নামেই ডাকুন না কেন তাঁর পিতা ছিলেন উদ্যোগপতি আর বড়োলোক ও স্তালিন চর্মকার আর কারখানার কর্মচারীর ছেলে। বিপ্লবের উপর, সমাজতন্ত্রের উপর স্তালিনের অধিকার সবসময় আগে।(14/n)
তাই বলছি দক্ষিন কোলকাতাতে থাকা, ডাক্তার-ইঞ্জিনিয়ারের সন্তান , চারচাকার গাড়ির মালিক , হোয়াইট কলার বামপন্থীরা বেঁচে গেছেন যে চটকল আর বিড়ি শ্রমিকরা ঠিকমতো পার্টি ক্লাস করেনি । নাহলে ... .........
(n/n)
You can follow @Nimboo_Namak.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: